অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও হার আফগানিস্তানের। গ্লেন ম্যাক্সওয়েলের ইনিংসে ম্লান হয় সেবার আফগান লড়াই। এদিন ক্রিজে দাঁড়িয়ে লড়াই করেন ভ্যান ডার ডাসেন। জোড়া হারের ধাক্কায় বিশ্বকাপ থেকে বিদায় নিল আফগানিস্তান। ১৫ বল বাকি থাকতে ৫ উইকেট জিতল দক্ষিণ আফ্রিকা। ৭৬ রান করে অপরাজিত ভ্যান ডার ডাসেন।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে আজমাতুল্লা ওমারজাইয়ের ব্যাট থেকে আসে ৯৭ রানের ইনিংস। তাঁর সৌজন্যেই ২৪৪ রান তোলে আফগানিস্তান। ২৬ রান করেন নূর আহমেদ। ৪ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজে।
জবাবে ব্যাট করতে নেমে কুইন্টল ডি কক ফেরেন ৪১ রানে। ফেরান মহম্মদ নবি। অধিনায়ক টেম্বা বাভূমাকে ফেরান মুজিব উর রহমান। কিন্তু টিকে যান রসি ভ্যান ডার ডাসেন। শেষ দিকে ডেভিড মিলার ২৪ রান করেন। অ্যান্ডাইল ফেলুকোয়ায়ো ৩৯ রান করে অপরাজিত ছিলেন। তাঁরাই খেলা শেষ করে আসেন।