দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। বিরাট কোহলি নেতৃত্ব ছাড়ার পর কীভাবে দেশের অধিনায়ক হলেন হিটম্যান। এবার মুখ খুললেন তৎকালীন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
T20 ক্রিকেট থেকে বিরাট কোহলি সরে যাওয়ার পরে নেতৃত্ব দেওয়া শুরু করেন রোহিত শর্মা। কিন্তু ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে অধিনায়ক ছিলেন বিরাটই। দক্ষিণ আফ্রিকা টেস্ট হারার পর অধিনায়কত্ব ছাড়েন বিরাট। সেই সময় রোহিতকে দায়িত্ব নিতে বলেন সৌরভ। কিন্তু রোহিত সব ফরম্যাটে অধিনায়ত্বের চাপ নিতে চাননি। সৌরভের দাবি, তিনি রোহিতকে ভয় দেখান। জানান, রোহিতের নাম তিনিই ঘোষণা করে দেবেন। রোহিতের কাছে হ্যাঁ বলা ছাড়া আর কোনও পথও ছিল না।
সৌরভ কলকাতা টিভির একটি সাক্ষাৎকারে বলেন, "সব ফরম্যাটে নেতৃত্ব দিতে চাননি রোহিত। অনেকটা চাপ। ওই পরিস্থিতিতে আমি রোহিতকে ভয় দেখাই। ও যদি নিজে এগিয়ে না আসে, তা হলে আমি ওর নাম ঘোষণা করব। আমি খুশি, ও সেদিন আমার কথা শুনেছে। এখন বিশ্বকাপে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। যার ফল আপনারা দেখতেই পাচ্ছেন।"