ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে টিকিট নিয়ে হাহাকার। রবিবার ইডেনে প্রথম খেলতে আসছে ভারত। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের টিকিট পাননি অধিকাংশ ক্রীড়াপ্রেমীরা। এই অবস্থায় বিসিসিআইয়ের ঘাড়েই দোষ চাপালেন প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ডের বর্তমান সচিব জয় শাহ।
বৃহস্পতিবার ইডেনে আসেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টিকিট নিয়ে প্রশ্ন উঠতেই সৌরভ দানান, সিএবি সদস্যরা টিকিট না পেলেও কিছু করার নেই। টিকিটের দায়িত্ব ভারতীয় ক্রিকেট বোর্ডের। সিএবি ৩০০০ টিকিট দিয়েছে সদস্যদের। ২০১৯ সালে বোর্ড সভাপতি হন সৌরভ। গতবছরই তাঁকে সরিয়ে রজার বিন্নিকে দায়িত্ব দেওয়া হয়।
ইডেনে ভারতের ম্যাচের টিকিটের কালোবাজারি নিয়ে অভিযোগও উঠেছে। সৌরভ জানান, সিএবির পক্ষে টিকিটের কালোবাজারি আটকানো সম্ভব নয়। এই ইতিমধ্যেই পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। কিছু সদস্য টিকিট না পেয়ে বিক্ষোভও করেছেন।