ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া। যা কুড়ি বছর আগের বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফেরাচ্ছে। কিন্তু রবিবার শুধু মাঠেই ভারত-অস্ট্রেলিয়া (India Vs Australia) নয়। কমেন্ট্রি বক্সেও দেখা যেতে পারে ২০ বছর আগের বিশ্বকাপ ফাইনালের (World Cup Final 2003) দুই চিরপ্রতিদ্বন্দ্বি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রিকি পন্টিংকে।
রিকি পন্টিং গোটা বিশ্বকাপেই ধারাভাষ্য দিচ্ছেন। তবে, সৌরভ গঙ্গোপাধ্যায়কে খুব বিশেষ কমেন্ট্রি করতে দেখা যায় না। বিশ্বকাপের আগে চ্যানেলের অফার থাকলেও তা নাকচ করে দিয়েছেন সৌরভ।
আরও পড়ুন - বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া, পেসার না স্পিনার, কারা সুবিধা পাবেন আহমেদাবাদের পিচে
যদিও শোনা যাচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের এই মেগা ম্যাচের ধারাভাষ্য করতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। শনিবারই হয়ত চূড়ান্ত সম্মতি জানিয়ে দেবেন সৌরভ।