২০০৩ সালে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় দলকে। মাঝে কেটে গিয়েছে কুড়ি বছর। ২০২৩ সালে বিশ্বকাপ ফাইনালে ফের ভারত-অস্ট্রেলিয়া (Ind Vs Australia) মুখোমুখি। মাঝে কুড়ি বছরের তফাৎ থাকলেও ২০০৩ আর ২০২৩ সালের দুই দলের মধ্যে একাধিক মিল রয়েছে।
২০০৩ সালে অস্ট্রেলিয়া মিলিয়ে মোট ১০টি ম্যাচ জিতে ফাইনাল খেলতে নেমেছিল। ঠিক যে রকম ভাবে ২০২৩-এর রোহিত শর্মার ভারতীয় দল মোট দশটি ম্যাচ জিতে আহমেদাবাদের নরেন্দ্র স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে।
অন্যদিকে, ২০০৩ সালে পরপর আটটা ম্যাচ জিতেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। আর চলতি বছর বিশ্বকাপ অভিযানেও দুটি ম্যাচ হেরে মোট আটটি ম্যাচ জিতেই ফাইনাল খেলতে নামছে প্যাট কামিন্সের দল।
আরও পড়ুন - মানবিকতায়ও 'মেসি'হা, আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়ালেন ফুটবলের রাজপুত্র
২০০৩ সালেও ১১ টি ম্যাচে ৬৭৩ রান করে রেকর্ড গড়েছিলেন সচিন তেন্ডুলকার। যদিও কুড়ি বছর আগের ফাইনালে মাত্র চার রানে আউট হয়েছিলেন সচিন। এবারেও দশটি ম্যাচে ৭১১ রান করে সচিনকেও টপকে গিয়েছে বিরাট কোহলি।