ইডেন বরাবরই পয়া রোহিত শর্মার। এই মাঠেই এসেছিল তাঁর ২৬৪ রানের ইনিংস। সেমিফাইনালে উঠে গেছে টিম ইন্ডিয়া। টানা সাত ম্যাচ জিতে এবার প্রথম কলকাতায় ইডেন গার্ডেন্সে নামবে টিম ইন্ডিয়া। ওয়াংখেড়েতে রান পাননি। ইডেনে রানের খিদে নিয়েই নামবেন হিটম্যান। সেমিফাইনালে ওঠার আগে জানিয়ে দিলেন, টিমের ডিআরএস নেওয়ার প্রসঙ্গে অধিনায়ক হিসেবে তাঁর কোনও ভূমিকা নেই। টিমের সদস্যরা মিলেই ঠিক করেন, রিভিউ নেওয়া হবে কিনা।
ওয়াংখেড়েতে জয়ের পর রোহিত জানান, ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত তিনি বোলার ও উইকেটকিপারের উপর ছেড়ে দিয়েছেন। ওরাই সিদ্ধান্ত নেয়। রোহিত জানান, সিদ্ধান্ত ভুল হতে পারে। বিশ্বকাপের সাত ম্যাচেই টিমের সদস্যদের পারফরম্যান্স নিয়ে প্রশংসা করেন। রোহিত জানান, সব সদস্যরাই জয়ে অবদান রেখেছেন।
শ্রীলঙ্কার বোলিংয়ের সময় দুবার ডিআরএসে উইকেট পায় ভারত। দুই ক্ষেত্রেই উইকেটকিপার কে এল রাহুলের সঙ্গে পরামর্শ করতে দেখা যায় রোহিতের। প্রথমবার দেশকে নেতৃত্ব দিতে নেমেই সেমিফাইনালে তুলেছেন হিটম্যান। ইডেনে তাঁর ব্যাটে রানের ফুলঝুরি দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।