বোলারাই ম্যাচ ঘুরিয়ে দিলেন। পাকিস্তানকে বিশ্বকাপের মঞ্চে এই নিয়ে আটবার হারানোর পর এই দাবি ভারত অধিনায়ক রোহিত শর্মার। ম্যাচ শেষে রোহিত জানিয়েছেন, এই পিচ ১৯০ রানের ছিল না। কিন্তু যেভাবে মাঝ ওভারে বুমরা, হার্দিক, কুলদীপ, জাডেজারা পাকিস্তানের উপরে পাল্টা আঘাত করেছেন, তাতে পাকিস্তানের বিরুদ্ধে জয় অনেক সহজ হয়ে গিয়েছে।
বিশ্বকাপে এখনও পর্যন্ত অপারাজেয় ভারত। জয়ের হ্যাটট্রিকও হয়ে গিয়েছে। শুধু বোলিং নয়, দলের ব্যাটিং শক্তির প্রশংসা করেছেন রোহিত। তবে জানিয়েছেন, বিশ্বকাপে পাকিস্তান একজন প্রতিপক্ষ মাত্র। তাঁদের আরও লম্বা যেতে হবে। কারণ, ঘরের মাঠে নক-আউটে উঠতে না পারলে কোনও কিছুই হবে না।
আরও পড়ুন : হিটম্যানের ব্যাটে পাক বধ, বিশ্বকাপে বাবরদের হারিয়ে ৮-০ করল টিম ইন্ডিয়া
পাকিস্তান অতীত। হাতে পাঁচ দিন বিশ্রামের সুযোগ পাবে ভারতীয় দল। ১৯ অক্টোবর ভারতের পরের খেলা। পুণেতে প্রতিপক্ষ বাংলাদেশ। রোহিতের দাবি, কোনও ম্যাচ সহজ নয়। প্রতিটি ম্যাচে তাঁদের কাছে চ্যালেঞ্জের।