১৯৭৫ থেকে ২০২৩ - বিশ্বকাপে সাকুল্যে তিন বার ফাইনাল খেলছে ভারত। এরমধ্যে দুবার চ্যাম্পিয়ন, একবার রানার্স। রাজা-মহারাজ-নবাবরাই ছিলেন ভারতীয় ক্রিকেটের পতাকা বাহক। পরবর্তী সময়ে পাতৌদিদের হাত ঘুরে ভারতীয় ক্রিকেটের প্রাণ কেন্দ্র হয় মুম্বই।
কিন্তু এ যাবৎ কোনও মুম্বইকরই ভারতকে বিশ্বকাপের ফাইনালে তুলতে পারেননি। ১৯৮৩ সালে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল কপিল দেবের হাত ধরে। ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। একজন হরিয়ানার হ্যারিকেন, অন্যজন ঝাড়খণ্ডের রাজপুত। সেই দিক থেকে রোহিত ব্যতিক্রম। এই প্রথম কোনও মুম্বইকরের নেতৃত্বে আমেদাবাদে বিশ্বকাপ খেলবে ভারত।
আসছে রবিবার ভারতীয় ক্রিকেটের বড় দিন। নরেন্দ্র মোদী স্টেডিয়াম সেজে উঠছে বিশ্বকাপে ফাইনালের জন্য। একগুচ্ছ পরিকল্পনা রয়েছে আইসিসি-র। ফাইনালে প্রতিপক্ষ কে ? ঠিক করে দেবে বৃহস্পতিবারের ইডেন।