পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে বড় জয়। তবু চিন্তা যাচ্ছে না হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya Injury Update) নিয়ে। আগামী ম্যাচ নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে। বাংলাদেশকে (Bangladesh) ৭ উইকেটে হারানোর পর ভারত অধিনায়ক (Indian Captain) জানালেন, নিউজিল্যান্ড বড় প্রতিপক্ষ। হার্দিকের চোট পর্যবেক্ষণে রাখবে টিম। বিরাটের সেঞ্চুরির প্রশংসাও করলেন রোহিত।
অষ্টমীতে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড (New Zealand)। এখনও পর্যন্ত অপরাজিত কিউয়ি ব্রিগেডও। রোহিতের এখন থেকেই লক্ষ্য সেই ম্যাচ। তিনি বলেন, নিউজিল্যান্ড সত্যি বড় প্রতিপক্ষ। তবে এদিন বিরাটের সেঞ্চুরি দেখে মুগ্ধ রোহিত। জানালেন, বিশ্বকাপের মঞ্চে সেরা সেঞ্চুরি দেখলেন তিনি।
আরও পড়ুন: বিশ্বকাপে তিন নম্বর, আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮টি, আর কী কী রেকর্ড গড়লেন বিরাট কোহলি