সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া বাদ পড়ায় টিম কী হবে, তা নিয়ে ভাবছিল টিম ম্যানেজমেন্ট। দলে নেওয়া হয়েছিল প্রাসিদ কৃষ্ণাকে। তার আগেই ইডেনের পিচে দুই স্পিনারের কামাল দেখল ক্রিকেটবিশ্ব। একাই ৫ উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা। ২ উইকেট কুলদীপ যাদবের। গত তিনটি ম্যাচে ভারতের বোলিং পারফরম্যান্সে কার্যত ঘায়েল প্রতিপক্ষ।
ইংল্যান্ড ম্যাচে প্রথমে ব্যাট করে ২২৯ রান তোলে ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ১২৯ রানে অলআউট করে টিম। ওয়াংখেড়েতে শ্রীলঙ্কা ম্যাচেও একই চিত্র ছিল। মহম্মদ শামি একাই ৫ উইকেট নিয়েছিলেন। ইডেনে এদিন সেরা পারফরম্যান্স রবীন্দ্র জাদেজার। এদিন ইডেনের পিচ নিয়ে খুশি হতে পারেননি রোহিত। জানিয়ে দেন, বিরাট বা শ্রেয়সের মতো ব্যাটসম্যান বলেই খেলতে পেরেছেন। রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্সেরও প্রশংসা করেন ভারত অধিনায়ক।