চাপের কাছে নতিস্বীকার করে এবারও বিশ্বকাপ হারালো ভারত। প্রাক্তনদের মতে, আমেদাবাদে রোহিতদের বিষাদের দিন নামল দুটি কারণে। এক, হার্দিক পান্ডিয়ার না থাকা। আর দুই, বিলেতের মাটির পর দেশের মাটিতে রবিচন্দ্রণ অশ্বিনকে না মনে রাখা।
সম্প্রতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন শিপের ম্যাচে অশ্বিনকে ভুলে গিয়েছিলেন রোহিত। আমেদাবাদে হার্দিক না থাকার পরেও, অজিদের বিরুদ্ধে অশ্বিনের আগে সূর্য কুমারের উপর ভরসা দেখালেন রোহিত। প্রাক্তনদের মতে, চেন্নাই ম্যাচে ভারতের জয়ের পিছনে ছিলেন তিন স্পিনার। তাঁদের মতে, এই ম্যাচেও অস্ট্রেলিয়া বধে তিন স্পিনারেই দল সাজাতে পারতেন রোহিত।
ম্যাচের শুরুতেই ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর নিষেধাজ্ঞা ছিল, পরীক্ষা না করার জন্য। কিন্তু বোঝা গেল না, গত ১০ ম্যাচে এক রিদিম থাকার পর কী প্রয়োজন হল নতুন বলে শামিকে দিয়ে শুরু করার। গোটা বিশ্বকাপে ভারতীয় ফিল্ডিং সবার পছন্দ হয়েছিল। কিন্তু একটা খারাপ দিন যখন আছে, তখন ভাল জিনিষের উপরেও প্রভাব পড়ে। তাই আমেদাবাদের এই রাত হয়তো খুব দ্রুত ভুলতে চাইবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।