নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। সেমিফাইনালে সেরা ফিল্ডার রবীন্দ্র জাদেজা।গত ম্যাচে জয়ী সূর্যকুমার যাদব নিজেই তুলে দিলেন মেডেল। তবে মেডেল দেওয়ার সময় হিন্দি ছবি বাজিরাও মস্তানির জনপ্রিয় সংলাপ বললেন স্কাই। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এই ম্যাচে সেরা ফিল্ডারের নমিনি হন মহম্মদ সিরাজ, কে এল রাহুল ও রবীন্দ্র জাদেজা। ফিল্ডিং কোচ টি দিলীপ জানান, এবার সেরা ফিল্ডার গার্ডিয়ান, অর্থাৎ জাড্ডু। এরপরই স্কাই সেই সংলাপ বলেই মেডেল তুলে দেন জাড্ডুকে।সূর্যকুমার বলেন, "চিতে কি চাল, বাজ় কি নজর, অউর রয়্যাল নভগন কি ফিল্ডিং, কোই নেহি বাঁচ শকতা।"
আরও পড়ুন: রবিবার বিশ্বকাপ ফাইনাল, তিন দিন আগেই আহমেদাবাদে টিম ইন্ডিয়া
ড্রেসিংরুমে ফিল্ডিং কোচ টি দিলীপ জাদেজার নাম ঘোষণার পর বলেন, "ব্যাকওয়ার্ড পয়েন্টে কোনও বলই সহজে গলতে পারে না। ওই চাপের মুহূর্তে তোমার গুরুত্বপূর্ণ ক্যাচ পার্থক্য গড়ে দিয়েছে।"