বৃহস্পতিবার পুনেতে বিশ্বকাপের পরবর্তী ম্যাচ টিম ইন্ডিয়ার। তার আগে সোমবার একটু বিশ্রাম নিয়েছিলেন বিরাট, রোহিতরা। কিন্তু ছুটি নেই কোচ রাহুল দ্রাবিড়ের। তিনি পুনেতে পৌঁছেই ভেন্যু পরিদর্শন করে ফেলেন। কিউরেটর ও গ্রাউন্ড স্টাফদের সঙ্গে পিচ নিয়ে আলোচনা করেন। পুনেতে এটিই বিশ্বকাপের প্রথম ম্যাচ। তাই এই পিচের চরিত্র কী, তা জানাই উদ্দেশ্য ছিল দ্রাবিড়ের।
পুনের এই মাঠে রানের বন্যা ওঠে। ৮বার ব্যাটিং টিম এই মাঠে ৩০০ রানের বেশি তুলেছে। শেষবার এই মাঠে আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল ভারত। রবিবার পুনেতে পৌঁছনোর পরই ভারতীয় দলের জন্য বিরাট সংবর্ধনার আয়োজন করা হয়। এরপরই বিসিসিআই জানিয়ে দেয়, সোমবার কোনও অনুশীলন করবে না টিম ইন্ডিয়া।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে দলের প্রত্যেক ক্রিকেটারের মধ্যে চাপা টেনশন ছিল। কিন্তু পাক টিমকে হারিয়ে বড় জয় পেয়েছে ভারত। সেই ম্যাচের আগেও আহমেদাবাদে পিচ পরিদর্শন করেন দ্রাবিড়।