রচিন রবীন্দ্র। নিউজিল্যান্ডের অন্যতম সেরা অলরাউন্ডারই চিন্তা বাড়াচ্ছে ভারতের। কিউয়ি দলের হয়ে বিশ্বকাপে খেললেন মনেপ্রাণে কিন্তু ভারতীয় রবীন্দ্র। তার আগে বেঙ্গালুরুতে নিজের ঠাকুমার বাড়িতে গেলেন রচিন রবীন্দ্র।
ভারতীয় সংস্কৃতিতে 'নজর না লাগে' রীতি খুবই জনপ্রিয়। সেই রীতি মেনেই নাতি রবীন্দ্রকে কাছে টেনে নিলেন তাঁর ঠাকুমা। সোশ্যাল মিডিয়ায় এখন সেই ভিডিয়ো ভাইরাল।
২৩ বছরের এই অলরাউন্ডার ভারতের মাটিতে যে স্বপ্রতিভ, তা ভাল করেই বুঝিয়ে দিয়েছেন। বুধবার ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনালে নামবে ভারত। প্রতিপক্ষ হওয়ার ৯৯ শতাংশ সম্ভাবনা নিউজিল্যান্ডেরই। সেই ম্যাচে ভারতকে হারানোর জন্য বড় ভূমিকা পালন করতে পারেন রচিন রবীন্দ্র। বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩টি সেঞ্চুরি ও ২টি হাফসেঞ্চুরি করে ফেলেছেন। তাই নাতির যাতে নজর না লাগে, তারই প্রার্থনা করলেন রবীন্দ্রের ঠাকুমা।