নিউজিল্যান্ডকে ৩৫৮ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরি কুইন্টন ডি কক ও রাসি ভ্যান ডার ডাসেনের। হাফসেঞ্চুরি করলেন ডেভিড মিলার। ২ উইকেট নিলেন টিম সাউদি।
এদিন টসে জিতে পুনেতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। কিন্তু বিধ্বংসী ফর্মে ছিলেন কুইন্টন ডি কক। ১১৬ বলে ১১৪ রান করেন তিনি। ২৪ রান করেন অধিনায়ক টাম্বু বাভুমা। ১১৮ বলে ১৩৩ রান করেন ভ্যানডার ডাসেন। ৩০ বলে ৫৩ রানের ইনিংস আসে ডেভিড মিলারের ব্যাটে।
২টি উইকেট তুলে নেন টিম সাউদি। ১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও জেমস নিশান।