পাকিস্তানকে বিশ্বকাপের ম্যাচে সাত উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে ভারত। গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারি থেকেই রোহিতদের জয়কে উপভোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বিশ্বকাপে পাকিস্তানকে হারাতেই টুইট করে টিম ইন্ডিয়াকে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইমরান খান থেকে বাবর আজম, গত ২৯ বছরে বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথে পাকিস্তানের ভাগ্যের চাকা ঘোরাতে পারলেন না।
গত ২৯ বছরের ইতিহাসে আমেদাবাদের এই জয়কে সবচেয়ে বড় বলে মনে করছেন প্রাক্তনরা। তাঁদের মতে, টস হারলেও ম্যাচ থেকে হারিয়ে যায়নি ভারত। বিশেষ করে পাকিস্তান ১৯১ রান তাড়া করতে নেমে, রোহিতের আক্রমণে স্পষ্ট হয়ে যায়, এই ম্যাচ থেকে রানরেট বাড়াতে চায় টিম ইন্ডিয়া।
আরও পড়ুন : ইউনিস-আক্রমই প্রেরণা, পাকিস্তানকে হারিয়ে পাক কিংবদন্তিদের স্যালুট জসপ্রীত বুমরার
তাই যত দ্রুত সম্ভব এই ম্যাচ ফিনিশ করাই ছিল ভারতে টার্গেট। আর তাতে সফল টিম ইন্ডিয়া। আর সেই কারণেই তিন নম্বর থেকে সোজা এক নম্বরে উঠে এলেন রোহিত শর্মারা। তিন ম্যাচে ভারতের পয়েন্ট এখন ছয়।