বিরাট কোহলির সেঞ্চুরির হাফসেঞ্চুরি। ওয়াংখেড়েতে বিশ্বকাপের সেমিফাইনালে এমন রেকর্ড। এমন মঞ্চে এমন রেকর্ড গড়ার সৌভাগ্য সবার থাকে না। ক্রিকেটবিশ্বে নজির গড়ার পর বিরাট কোহলিকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি এক্স প্ল্যাটফর্মে বিরাটের সেঞ্চুরির একটি ছবি পোস্ট করেন। প্রধানমন্ত্রী লেখেন, 'এটি শুধু ৫০তম সেঞ্চুরি নয়, প্রতিভা ও কঠোর পরিশ্রমের প্রকৃষ্ট উদাহরণ। যা স্পোর্টসম্যানশিপকে চিনিয়ে দেয়। বিরাটকে অনেক শুভেচ্ছা। এভাবেই খেলে যাবেন। ওর খেলা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।'
এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিন তেন্ডুলকরের একাধিক রেকর্ড ভাঙেন বিরাট। বিশ্বকাপে সর্বাধিক রান এখন তাঁর দখলে। ভাঙলেন ২০০৩ সালে বিশ্বকাপে সচিনের রেকর্ডও।