প্রথম ম্যাচেই নেদারল্যান্ডকে ৮১ রানে হারাল পাকিস্তান (Pakistan)। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে সহজেই বিশ্বকাপ অভিযান শুরু করলেন বাবর আজমরা (ICC World Cup 2023)। বাস দে লেদের অলরাউন্ড পারফরম্যান্সেও হার বাঁচাতে পারেনি ডাচ শিবির।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ড। টপ অর্ডার ব্যর্থ হয় পাকিস্তানের। কিন্তু খেলা ধরে নেন মহম্মদ রিজওয়ান ও সওয়াদ সাকিল। দুজনেই ৬৮ রান করেন। শেষ দিকে বড় পার্টনারশিপ করেন মহম্মদ নওয়াদ ও সাদাব খান। ৪৯ ওভারে ২৮৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। একাই চার উইকেট নেন ডাচ বোলার বাস দে লেদে।
আরও পড়ুন: ভারতে থাকতে কেমন লাগছে পাক দলের? মাঠে নামার আগে মুখ খুললেন বাবর
জবাবে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত ওপেনার বিক্রমজিৎ সিং ৫২ রান করেন। ৬৭ রান আসে বাস দে লেদের ব্যাটে। তবে পাক বোলারদের দাপটে ৪১ ওভারে ২০৫ রানেই শেষ হয় নেদারল্যান্ডের ইনিংস। ৩ উইকেট নেন হ্যারিস রাউফ। ২ উইকেট হাসান আলির।