শুক্রবার বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) ফিরছে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নামছে পাকিস্তান (Pakistan)। আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে হারের ক্ষত এখনও শোকায়নি। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে চিন্নাস্বামীতে নতুন চ্যালেঞ্জের প্রহর গুনছেন বাবর আজমরা। তবে তার আগে টিমে দুঃসংবাদ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে পারবেন ফাখর জামন। হাঁটুর চোটে ভুগছেন তিনি। দলে থাকতে পারবেন না সলমন আলি আঘাও।
আহমেদাবাদ থেকে ফেরার পর মিনি হাসপাতালে পরিণত হয়েছে পাকিস্তান টিম। ম্যাচের আগের দিন পাকিস্তান টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বুধবার ট্রেনিংয়ের পর থেকে জ্বরে পড়েছেন সলমান আলি আঘা। ফাখরের পরিবর্তে টিমে আসছেন আবদুল্লা শফিক।
আরও পড়ুন: হার্দিককে নিয়ে বড় আপডেট রোহিত শর্মার, বিরাটের সেঞ্চুরির প্রশংসাও করলেন
এদিকে শেষ ম্যাচ শ্রীলঙ্কাকে জিতে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া। পাকিস্তানের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চান অধিনায়ক প্যাট কামিন্স। এই ম্যাচে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মিচেল মার্শরা নিজেদের মেলে ধরতে চান। আইপিএলের ঘরের মাঠে বড় রান করতে তৈরি গ্লেন ম্যাক্সওয়েলও।