ইডেনে পাকিস্তান বনাম ইংল্যান্ড। ভারত-দক্ষিণ আফ্রিকার পর এটা অন্যতম বড় ম্যাচ। শেষ ম্যাচ জিতে তুখোড় ফর্মে ইংল্যান্ড। এদিকে কলকাতা এসেই ইডেনে অনুশীলন করা শুরু করে দিয়েছে পাকিস্তান।
সকালে অনুশীলনের পর পাক ক্রিকেটারদের সঙ্গে দেখা করার জন্য এক ভক্ত দীর্ঘক্ষণ ইডেনের বাইরে অপেক্ষা করেন। টিম বাসে ওঠার আগে ওই ভক্তের আবদার মেটান ক্রিকেটাররা। বুধবার ইডেনে একটি স্টাম্পের উপর বোতল রেখে অনুশীলন করেন শাহিন আফ্রিদিরা।
ইডেনে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচের আগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে নেমে গিয়েছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হলে পাকিস্তানের সেমিফাইনালের পথ পরিষ্কার হয়ে যাবে। সেক্ষেত্রে ইডেনে ইংল্যান্ড ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল হয়ে দাঁড়াবে।