ভারতে ক্রিকেট বিশ্বকাপ খেলতে এসেছে পাকিস্তান। বাবর আজম, শাহিন আফ্রিদিদের পাতে কী খাবার পড়বে, তা নিয়ে বেশ চর্চা শুরু হয়। গোমাংস পাবেন না বাবররা। তবে কী খাবার থাকবে! শনিবার হায়দরাবাদে পাকিস্তান টিমের ডিনারের ভিডিয়ো প্রকাশ্যে এল। কী কী খেলেন বাবররা!
চিকেন, মাটন, ল্যাম্ব-সহ হায়দরাবাদের বিরিয়ানি, পাকিস্তান টিমের জন্য ভুরিভোজের আয়োজন করা হয়েছিল। নিজামের শহরে সেই কথা মতোই টিম ডিনারে একাধিক পদের আয়োজন করা হয়। একসঙ্গে সময় কাটান বাবররা। সমর্থকদের সঙ্গে সেলফিও তোলেন।
আরও পড়ুন: ICC World Cup 2023: এখনও ভিসা পাননি পাক সাংবাদিক ও সমর্থকরা, ফের আইসিসির হস্তক্ষেপ চেয়ে চিঠি পিসিবির
শুক্রবার হায়দরাবাদে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ পাকিস্তানের। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছে তাঁদের। তবে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছেন মহম্মদ রিজওয়ান। দারুণ ফর্মে আছেন সাউদ সাকিলও। অধিনায়ক বাবর আজমও ৮০ রান করেছেন।