ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তখন সেঞ্চুরি করছেন বিরাট কোহলি। গোটা দেশ কলকাতার দিকে তাকিয়ে। সেই সময়ই শহরে প্রবেশ করে পাকিস্তান টিম। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। তার আগে কলকাতায় ফুরফুরে মেজাজে বাবর আজমরা। মঙ্গলবার শহর পরিক্রমায় বেরিয়েছিলেন টিমের ক্রিকেটাররা।
সকাল ৯টা নাগাদ বাবর আজমরা ঐতিহ্যশালী রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবে যান। দুপুর ২টো পর্যন্ত গলফ খেলেন বোলিং কোচ মর্নি মর্কেল, হেড কোচ গ্র্যান্ট ব্রাডবার্ন অধিনায়ক বাবররা। বিকেলে টিমের ৮ জন সদস্য প্ল্যান করেন সাউথ সিটি মলে যাবেন। কিন্তু হোটেলের কাছে থাকায় মানি স্কয়্যারেই যান তাঁরা। ছিলেন উসামা মির, আবদুল্লাহ শফিক, মহম্মদ ওয়াসিমরা। জানা গিয়েছে, তাঁদের ছবি দেখারও পরিকল্পনা ছিল। কিন্তু তা বাতিল করে হোটেলে ফিরে আফগানিস্তান ম্যাচ দেখেন।