ওয়াংখেড়েতে ৩০২ রানে জয় ভারতের। শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা করে নিল টিম ইন্ডিয়া। এই জয়ে কি কোনও ভাবে লাভ হল পাকিস্তান টিমের। শেষ চারে কি বাবর আজমরা যেতে পারবেন! কী বলছে পয়েন্ট টেবিলের অঙ্ক!
পয়েন্ট টেবিলে ৫ নম্বরে আছে পাকিস্তান। ৭টির মধ্যে তিনটি ম্যাচে জিতেছে বাবর ব্রিগেড। পাকিস্তানের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ নিউজিল্য়ান্ড। ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে তাঁরা। এই ম্যাচে জয় পেতেই হবে পাকিস্তানকে। এরপর তাঁদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এই দুটি ম্যাচ জিতলে সামান্য আশা আছে পাকিস্তানের।
তবে পয়েন্ট টেবিলের অঙ্ক এখানেই শেষ নয়। পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে অন্য় টিমের দিকেও। নিউজিল্যান্ড ও আফগানিস্তান যদি পরপর দুটি ম্যাচে হারে, তবেই শেষ টিম হিসেবে শেষ চারের সুযোগ থাকবে পাকিস্তানের।