বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে (ODI World Cup 2023) স্নায়ুর লড়াইয়ে ভুগল পাকিস্তান (India Pakistan Clash LIve Update)। ৩০ ওভারের পরই ব্যাটিং ধস পাকিস্তান শিবিরে। নতুন করে সেই শুরুটা করলেন মহম্মদ সিরাজ। ৫০ রানে বোল্ড করে ফেরান বাবর আজমকে (Babar Azam)। আর ৪৯ রানে পাকিস্তানের আরও এক তারকা ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ানকে ফেরালেন বুমরা।
প্রথম ৩০ ওভারে সঠিক গতিতেই এগিয়েছে পাকিস্তান। ১৫৫ রানে বাবর ফিরতেই পরপর ঝড় তোলেন ভারতীয় বোলাররা। ৩৬ ওভারে ১৭২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলল পাকিস্তান। একই ওভারে ২টি উইকেট তুলে নিলেন কুলদীপ যাদব।
আরও পড়ুন: বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের প্রথম একাদশে ৪ 'ঘরের ছেলে', কারা তাঁরা