শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করেও স্বস্তি নেই। বিশ্বকাপে এবার পাক ক্রিকেটারে বিরুদ্ধে অসৎ ভাবে ক্যাচ ধরার অভিযোগ উঠল। এই অভিযোগ তুললেন মূলত নেটিজেনরাই। একাধিক ছবি ভাইরাল করে দাবি করা হল, বাউন্ডারি লাইনের দড়ি সরিয়ে দিয়েছে এই ক্যাচ লোফা হয়েছে। কাঠগড়ায় পাক ক্রিকেটার ইমান-উল-হক।
অভিযোগ উঠছে শ্রীলঙ্কার ক্রিকেটার কুশল মেন্ডিস আউট হওয়ার পরেই। নেটিজেনদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বাউন্ডারির সীমানা বাড়িয়ে দিয়েছিলেন পাক ফিল্ডাররা। ফলে সীমানা পার করে ছক্কা মারা শটও সোজা গিয়ে জমা পড়ছে ফিল্ডারের হাতে।
আরও পড়ুন : নিজামের শহরকে আপন করে নিলেন বাবর, মাঠকর্মীদের জার্সি উপহার
সেই আউটের ছবি ভাইরাল হতেই কার্যত ঝড় শুরু হয় নেটদুনিয়ায়। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে নির্ধারিত সীমা মেনে বাউন্ডারি কতটা বড় হওয়া উচিত। কিন্তু সেই দাগ থেকে বেশ খানিকটা দূরে সরিয়ে দেওয়া হয়েছে বাউন্ডারি রোপ। শুধু শ্রীলঙ্কা নয়, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেও পাক দল এই একই ছক কষেছিল বলে অভিযোগ নেটিজেনদের।
তবে পাকিস্তান দলের পাশাপাশি কাঠগড়ায় তোলা হচ্ছে হায়দরাবাদের স্টেডিয়াম কর্তৃপক্ষকেও। অনেকেরই দাবি, বাউন্ডারি রোপ সরিয়ে দেওয়ার বিষয়টি আয়োজকদের লক্ষ্য রাখা উচিত। অন্যদিকে, ম্যাচ শেষের পর স্টেডিয়ামের মাঠকর্মীদের সঙ্গে ছবি তোলে গোটা পাক দল। সেই ছবিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়া।