লক্ষ্মীপুজোর বিকেলে কলকাতায় পা রেখেছেন তাঁরা। এখনও ইডেনে অনুশীলনে প্যাড-আপ করেননি। তার মধ্যেই এই শহরের বিরিয়ানি খাওয়া হয়ে গেল বাবর-রিজওয়ানদের। তবে তা পাঁচতারা হোটেলের নয়। পাক ক্রিকেটার জন্য বিশেষ বিরিয়ানি এসেছে পার্ক সার্কাসের এক হোটেল থেকে। সঙ্গে ছিল কাবাবও।
জানা গিয়েছে, হোটেল থেকে ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমেই খাবার অর্ডার করেছিলেন বাবররা। সেইমতো রাতে তাঁদের খাবার গিয়েছিল পার্ক সার্কাসের জমজম রেস্তোরাঁ থেকে। আর তাতেই মন ভরছে পাক ক্রিকেটারদের। এরআগে, হায়দরাবাদের বিরিয়ানির প্রশংসা করেছিলেন তাঁরা।
আরও পড়ুন : বিশ্বকাপ খেলতে সাত বছর পর কলকাতায় পাকিস্তান, প্রথমবার ইডেনে খেলবেন বাবর
বিশ্বকাপ কার্যত শেষ। তবুও কলকাতা থেকে একটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা হবে। তাই বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে কলকাতায় এখন মন ভরাতে চান পাক ক্রিকেটাররা।