রবিবার ইডেনে বিশ্বকাপের ম্যাচ। ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। হেমন্তের বেলায় ক্রিকেট জ্বরে ভুগছে কলকাতা। শহর জুড়ে টিকিটের হাহাকার। এই সব খোঁজ রাখেন একজন। তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাই ম্যাচে একদিন আগে সিদ্ধান্ত, যাঁরা টিকিট পাননি, তাঁরা অনায়াসে চলে আসতে পারেন রাজভবনে। বিনামূল্য বসে খেলা দেখতে পারেন। কারণ, এই ম্যাচের বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছেন তিনি। খেলা দেখা যাবে রাজভবনের লনে বসেই। আর এই পুর বিষয়টি রাজ্যপাল নাম দিয়েছেন জনতা স্টেডিয়াম।
ইতিমধ্যেই এই ম্যাচের টিকিট বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। তরজায় জড়িয়েছে শাসক ও বিরোধী শিবির। রাজনৈতিক মহলের দাবি, রাজভবনে ক্রিকেট ম্যাচ দেখার আয়োজন বঙ্গ রাজনীতিতে ফের চমক সিভি আনন্দ বোসের। কারণ, যেভাবে গত কয়েকদিন চলছিল, তাতে রাজ্যপালের এই সিদ্ধান্তে খানিক স্বস্তি খুঁজতে পারেন ক্রিকেট প্রেমীরা।
রবিবার ইডেন চায় আটে-আট করুক রোহিত শর্মার ভারত। বলাই বাহুল্য, এই আশা নিয়েই খেলা দেখতে বসবে রাজভবনের মধ্যে জনতা স্টেডিয়াম। কারণ, সিএবিকে নিজের টিকিট ফেরত পাঠিয়ে দিয়েছেন সিভি আনন্দ বোস।