নাম শুরু রাহুলে আর শেষ হয় সচিনে। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে সেই রাচিনই হাফ সেঞ্চুরি করলেন। হাফ সেঞ্চুরি করেছেন মিচেলও। ধর্মশালারা মাঠে প্রাথমিক ঝড় সামনে ড্যারেন মিচেলকে নিয়ে কিউইদের ভিত পোক্ত করছেন রবীন্দ্র। পাঁচ বোলার নিয়ে খেলতে নেমে সিরাজ ও শামির ঝটকায় নিউজিল্যান্ডকে প্রথম ১০ ওভারে চাপে রাখে ভারত। কিন্তু দুই স্পিনার এখনও পর্যন্ত তেমন কার্যকর হতে পারেননি।
টস জিতে এই ম্যাচে কিউইদের ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ১০ ওভারের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে দেন সিরাজ এবং শামি। চার ম্যাচ পর বিশ্বকাপে খেলতে নেমে প্রথম বলেই উইকেট নেন শামি। প্রথম ১০ ওভারে মাত্র ৩৪ রান করে নিউজিল্যান্ড।
আরও পড়ুন : চার ম্যাচ পর বিশ্বকাপে ফিরেই প্রথম বলে উইকেট নিলেন বাংলার শামি
এরপর রাচিনের ব্যাটে ধীরে ধীরে ম্যাচে ফেরেন কিউইরা। ভারতের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করে বিশ্বকাপের রানের তালিকায় বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন রাচিন রবীন্দ্র। এই ম্যাচে পাঁচ বোলার নিয়ে খেলছে ভারত। কিন্তু সমস্যা হল দুই স্পিনার জাডেজা এবং কুলদীপ কিউইদের বিরুদ্ধে বেশ ফ্যাকাশে।