নেদারল্যান্ডসকে ৯৯ রানে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে সহজ জয় পেল কিউইরা। সোমবার হায়দরাবাদে নিউ জিল্যান্ডের ৩২২ রান তাড়া করতে নেমে ২২৩ রানে অলআউট ডাচরা। ৫৯ রান দিয়ে পাঁচ উইকেট স্যাটনারের। তিনটি উইকেট পেয়েছেন ম্যাট হেনরি। ডাচদের স্কোর কার্ডে ৬৯ রান কলিন অ্যাকরম্যানের।
বিশ্বকাপের ম্যাচে নেদারল্যান্ডসের সামনে ৩২৩ রানের টার্গেট রাখে নিউ জিল্যান্ড। সোমবার হায়দরাবাদে প্রথম ব্যাট করে ৫০ ওভারে সাত উইকেট ৩২২ রান করে কিউইরা। ৮০ বলে ৭০ রান করেন কিউই ব্যাটার ইয়ং।
আরও পড়ুন : বিশ্বকাপের মাঠ নিয়ে প্রশ্ন তুললেন ইংরেজ অধিনায়ক, অস্বস্তিতে বিসিসিআই
হাঁটুর চোটের কারণে এই ম্যাচেও খেলতে পারেননি কেন উইলিয়ামসন। তবে চোট সারিয়ে দলে ফিরেছেন লকি ফার্গুসন। ইংল্যান্ডের বিরুদ্ধে ঝড়ো হাফসেঞ্চুরির পর এই ম্যাচেও বড় রান করলেন রচিন রবীন্দ্র। এই ম্যাচে ৫১ রান করেন তিনি। অধিনায়ক ল্যাথমও ৫৩ রান করেন।
ডাচদের হয়ে দুটি করে উইকেট নেন তিন বোলার। এরমধ্যে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আর্য দত্ত। ব্যাট করতে নেমে লড়ছে নেদারল্যান্ডস।