অষ্টমীর দুপুরে সুখবর ধর্মশালা থেকে। বিশ্বকাপের ম্যাচে ফের ভারতীয় দলে ফিরলেন বাংলার মহম্মদ শামি। গত চার ম্যাচ মাঠের বাইরেই থাকতে হয়েছে এই স্পিড স্টারকে।
কিন্তু হার্দিকের চোটের পর থেকেই তাঁর নাম নিয়ে জল্পনা তৈরি হয়। বিশেষ করে ওয়াকার ইউনিসের মতো প্রাক্তন, ব্যাট ধরেন শামির জন্য। ধর্মশালার বাইশ গজকে মাথায় রেখে শামিকে দল রাখা হয়েছে বলেই দাবি ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
আরও পড়ুন : বিশ্বকাপে জয়ের নিরিখে নয়া রেকর্ড, ভারতকে ছাপিয়ে গেল দক্ষিণ আফ্রিকা
এদিন ধর্মশালায় টস জিতে কিউইদের ব্যাট করতে পাঠিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর দাবি বিকেলের পর থেকে এই পিচ ব্যাটিং সহায়ক হয়ে উঠবে।
কারণ, শিশির এখানে ফ্যাক্টর হবে। সেই কারণ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ইতিমধ্যে নিউজিল্যান্ডকে দেখ বেশ চাপেই মনে হচ্ছে। কারণ, প্রথম উইকেট নিয়েছেন সিরাজ। তাঁর বলে আউট হয়েছেন কনওয়ে।