ক্রিকেট বিশ্বকাপেও (ODI World Cup 2023) ইজরায়েল-হামাস (Hamas-Israel Conflict) যুদ্ধের ছায়া। পাকিস্তান ম্যাচের উইকেটকিপার ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। সেই ইনিংস উৎসর্গ করেছেন গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষকে।
মঙ্গলবার সেঞ্চুরি করার পর রিজওয়ান তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, এই শতরান গাজার যুদ্ধবিধ্বস্ত ভাই বোনদের জন্য। দলে জয়ে অবদান রাখতে পেরে ভাল লাগছে। গোটা দলের কৃতিত্ব আছে। হায়দরাবাদের মানুষকেও ধন্যবাদ। এখানে দুর্দান্ত আতিথেয়তা ও সমর্থন পেয়েছি।"
আরও পড়ুন: বাড়ছে চাহিদা, বিশ্বকাপের মরশুমে প্রায় ১ লাখ কর্মী নিয়োগ বিভিন্ন সংস্থায়
শ্রীলঙ্কার বিরুদ্ধে কঠিন লক্ষ্য তাড়া করে সহজেই দলকে জিতিয়েছেন রিজওয়ান। এরপর তাঁর এই ইনিংস গাজার বিধ্বস্ত মানুষদের উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি।