বিশ্বকাপে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে উত্তেজনা। মাঠেই দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জেনসেনের সঙ্গে বিবাদে জড়ালেন পাক ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান। হাফসেঞ্চুরি করলেন বাবর আজম।
ম্যাচের ৭ নম্বর ওভারে ঘটনাটি ঘটে। ইমাম উল হকের উইকেট নেন মার্কো জেনসেন। এরপরই রিজওয়ান ক্রিজে আসেন। সেই বলেই ক্যাচের সুযোগ পান জেনসেন। কিন্তু মিস করেন। পরের বলেই বাউন্ডারি আসে। জেনসেন পাক ব্যাটসম্যানের উদ্দেশে কিছু বলেন। তখন রিজওয়ানকেও পাল্টা কিছু বলতে শোনা যায়। হাত দিয়ে ইশারা করে ফিরে যেতে বলেন রিজওয়ান। পরের বল ডাক করেন রিজওয়ান। জেনসেন কিছু বললেও, পাল্টা হাসি দেন রিজওয়ান।
জেনসেনের সেই ওভারে বেঁচে গেলেও কোয়েটজের ডেলিভারিতে মাত্র ৩১ রানে ফেরেন রিজওয়ান। পাকিস্তান ২৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩০ রানের গণ্ডি পার করেছে।