বিশ্বকাপে অসাধ্যসাধন গ্লেন ম্যাক্সওয়েলের। তাঁর ২০১ রানের ইনিংসে সেমিফাইনালে উঠে গেছে অস্ট্রেলিয়া। পায়ে ক্র্যাম্প, পিঠে টান ধরে গিয়েছিল। তাই নিয়েই অবিশ্বাস্য ইনিংস। ম্যাচের পর তাঁর সেই ইনিংসের প্রশংসা করলেন তাঁর স্ত্রী ভিনি।
মঙ্গলবার ওয়াংখড়েতে যান ভিনি রমন। সেই পারফরম্যান্সের সাক্ষী ছিলেন তিনি। এরপরই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন ভিনি। মাঠের একটি ছবি পোস্ট করে ভিনি ১০০ লিখে, তা কেটে দিয়ে লেখেন ২০১*। সঙ্গে লেখা, "এখানেই সব আবেগ।"
আরও পড়ুন: নেইমারের বান্ধবী ব্রুনার বাড়িতে হামলা, সদ্যোজাতকে অপহরণের চেষ্টা দুষ্কৃতীদের
ম্যাচের পর পারফরম্যান্স নিয়ে ম্যাক্সওয়েল জানান, শেষ পর্যন্ত থাকতে চেয়েছিলেন তিনি। শেষ ছটি ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করে অস্ট্রেলিয়া জিতে গিয়েছে। ম্যাক্সওয়েল মনে করছেন, এই ফর্মই ধরে রাখবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের শেষ চারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে অস্ট্রেলিয়া।