ভারতের মাটিতে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয়। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাক্সওয়েল ও ট্র্যাভিস হেডের স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় হুমকি কিছু ক্রিকেট অনুরাগীর।
সোশ্যাল মিডিয়ার বেশ কিছু অ্যাকাউন্ট থেকে হুমকি দেওয়া হয়েছে ম্যাক্সওয়েলের স্ত্রী ভিনি রমন ও ট্র্যাভিড হেডের স্ত্রী জেসিকা ডাভিয়েসকে। এই নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন ভিনি রমন। তিনি লেখেন, এমনটা হবে ভাবতে পারেননি তিনি। যে দেশে জন্ম, বড় হওয়া সেই দেশকে সমর্থন করবেন। যে দলে আপনার স্বামী বা বাবা খেলেন, তাঁদের আবেগটাও গুরুত্বপূর্ণ। বিনি লেখেন, বিশ্বের অনেক সমস্যা আছে, তার দিকেও একটু তাকান।
ট্র্যাভিস হেডের স্ত্রীকেও ট্রোল করা হয় সোশ্যাল মিডিয়ায়। এক ক্রিকেটপ্রেমী সরাসরি হেডের পরিবারকে খুন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দিয়েছেন। এই আক্রমণ ও মানসিকতার নিন্দাও করেছেন অনেকে।