ইডেনে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচ নিয়ে শহর জুড়ে বিশ্বকাপ জ্বর। টিকিট নিয়ে প্রথম থেকেই হাহাকার তৈরি হয়েছিল। কালোবাজারির অভিযোগে সরগরম হয়ে ওঠে ইডেন চত্বর। উঠেছে বেটিংয়ের অভিযোগও। ক্রিকেটপ্রেমীরা কয়েকদিন ধরেই বিক্ষোভ করেন ইডেনের সামনে। টিকিট কালোবাজারি নিয়ে শুক্রবার দুপুর পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত হয় ৯৪টি টিকিট। এরই মধ্য়ে শহরে এসে গিয়েছে দুই দল। শনিবার অনুশীলনে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচের নিরাপত্তা নিয়েও আটসাঁট ব্যবস্থা কলকাতা পুলিশের।
রবিবার ইডেনে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না হয়, তা নিয়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করছে কলকাতা পুলিশ। ইডেনে সকাল থেকে থাকবেন উচ্চপদস্থ আধিকারিকরা। মাঠে দর্শকদের প্ল্যাকার্ড, পোস্টারের উপরেও নজর রাখা হবে। পাশাপাশি ম্যাচের আগে যাতে কোনও ভাবে কালোবাজারির টিকিট বিক্রি না হয়, তা নিয়েও সতর্ক পুলিশ।
রবিবার বিরাট কোহলির জন্মদিন। বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল সিএবি। সূত্রের খবর, সেই অনুষ্ঠানে সায় দেয়নি বিসিসিআই। বিরাট কোহলির মুখোশও দেওয়া হবে না দর্শকদের। ম্যাচের আগে আতসবাজি ও লেজার লাইট শো-এর আয়োজন পরিকল্পনা অনুযায়ী হবে বলে জানা গিয়েছে।