ক্রিকেটে সাডেন ডেথ। ফুটবলের মতো ম্যাচ টাই হলে,পরপর সুপার ওভার হবে। ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের লড়াই শেষ হয় টাইয়ে। বাউন্ডারির সংখ্যা বেশি হওয়ায় চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। রবিবার আহমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া। এই ম্যাচ টাই হলে কীভাবে ঠিক হবে চ্যাম্পিয়ন!
ক্রিকেট ম্যাচ টাই হলে সুপার ওভার হয়। এবার বিশ্বকাপ ফাইনালে ২০১৯ বিশ্বকাপের মতো টাই হলে, একটি সুপার ওভারেই শেষ হবে না খেলা। এক সুপার ওভারে দুই দলের রান সমান হলে পরপর সুপার ওভার চলতে থাকবে।
একদিনের বিশ্বকাপে ১৩টি ম্যাচ খেলেছে ভারত-অস্ট্রেলিয়া। ভারত ৫টি ম্যাচ জিতেছে। অস্ট্রেলিয়ার জয় পেয়েছে ৮টি ম্যাচ।