বিশ্বকাপের মঞ্চে বিরাটকে ছুঁয়ে ফেললেন রাহুল। কী ভাবে ? পাকিস্তান ম্যাচের পর সেরা ফিল্ডারের পুরস্কার নিয়ে। আমেদাবাদে পাকিস্তানকে সাত উইকেট হারিয়েছে ভারত। সেই ম্যাচে ভারতীয় সাজঘরে দলের সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন কেএল রাহুল। সম্প্রতি এই পুরস্কার শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেরা হয়েছিলেন বিরাট।
গত কয়েক মাসে উইকেটের সামনে তো বটেই, এমনকী উইকেটের পিছনে নিজের জায়গা শক্ত করেছেন রাহুল। এশিয়া কাপে চোট হারিয়ে ফিরে আসার পর থেকেই উইকেটের পিছনে টিম ইন্ডিয়ার বড় ভরসা তিনি। আমেদাবাদেও দুরন্ত ক্যাচ নিয়েছেন।
আরও পড়ুন : ম্যাচ শেষের পর নিজের সই করা জার্সি বাবরকে দিলেন বিরাট, বিরক্তিপ্রকাশ ওয়াসিম আক্রমের
তার ইনাম হিসাবেই শনিবার ভারতীয় সাজঘরে রাহুলকে এই বিশেষ পুরস্কার দেওয়া হল। তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন শার্দূল ঠাকুর। পাকিস্তান অতীত এবার সামনে বাংলাদেশ। আমেদাবাদ থেকে পুণের দিকে রওনা দিয়ে দিল ভারতীয় দল।