ছুটে দু রান নেওয়ার পরেই উঠে দাঁড়াল গোটা ওয়াংখেড়ে। বলা ভাল গোটা ভারত। মাত্র ১৩ দিনের ব্যবধানে একটার পর একটা মাইলফলক তিনি পেরিয়ে গেলেন অবলীলায়। গ্যালারিতে সচিনের হাত উপরে করে হাত তালি। অনষ্কার ভালবাসার চুম্বন। এসবকে নজির করে সচিন ভূমে একদিনের ক্রিকেটের প্রথম ৫০ শতরানের মালিক হলেন বিরাট কোহলি। সাগরপারের নীল ওয়াংখেড়েতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর ব্যাটিং রূপকথা বাস্তব রূপ পেল। ১১৭ রানে শেষ হল বিরাট নামা।
দোসরা নভেম্বর থেকে পনেরোই নভেম্বর। মাঝে শুধু এই ১৩ দিন। নিজের ছোটবেলার হিরো সচিন রমেশ তেন্ডুলকরকে টপকে বিশ্বক্রিকেটের প্রথম ব্যাটার হিসেব একদিনের ক্রিকেটে আজ ৫০তম শতরানের মালিক বিরাট কিং কোহলি। বিশ্বকাপের মঞ্চে নিজের আইডলের ৪৯তম শতরানকে ছুঁয়ে ছিলেন বিরাট। পেরিয়ে গেলেন বিশ্বকাপের মঞ্চেই। আরব সাগরের পাশে নীল ওয়াংখেড়ে সাক্ষী হয়ে থাকল বিরাট রূপকথার।
কলকাতার পরেই প্রত্যাশার চাপ বেড়েছিল। সবাই ভেবেছিল বেঙ্গালুরুতে নিজের ছেলেবেলার রেকর্ডকে ছাপিয়ে যাবেন বিরাট। কিন্তু মোক্ষম দিনেই সেই কাজটা করে দিলেন কিং কোহলি। বিশ্বকাপের সেমিফাইনাল। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তাও আবার মুম্বই। এর থেকে সেঞ্চুরির হাফসেঞ্চুরির বিরাট মঞ্চ আর কোনটা হতে পারে।