প্রথম ম্যাচে একদল জিতেছে বড় ব্যবধানে। উল্টোদিকে একদল হেরেছে বড় ব্যবধানে। সেই পরিসংখ্যান মাথায় নিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপে আজ, সোমবার নিউ জিল্যান্ডের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তবে ডাচদের বিরুদ্ধে মাঠে নামা হচ্ছে না কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের।
ম্যাচের আগে কিউই কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, উইলিয়ামসনের ফিটনেস তাঁদের কাছে অগ্রাধিকার। কেন ফিট না হওয়া পর্যন্ত কিউই দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথমই। এর আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, ফিট না হওয়া পর্যন্ত মাঠে নামবেন না উইলিয়ামসন। তাও দুটি প্রস্তুতি ম্যাচে তাঁকে ফিট করার চেষ্টা করা হয়েছিল।
আরও পড়ুন : ধোনির মাঠে বিরাট বিক্রম, রাহুল-কোহলির ব্যাটে স্বস্তিতে রোহিতের বিশ্বজয়ের স্বপ্ন
তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ফিট দুই পেসার লকি ফার্গুসন এবং টিম সাউদি। এই ম্যাচে উইলিয়ামসন নেই। ফলে তাঁর জায়গায় খেলছেন রাচিন রবীন্দ্র। যিনি বিশ্বকাপের অভিষেক ম্যাচেই ঝড় তুলেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে এক নম্বরে ব্যাট করতে নেমে বড় রানও করেছিলেন।