ওয়াংখেড়ের পিচে ধীরে ধীরে জাঁকিয়ে বসছে নিউজিল্যান্ড। শুরুতে মহম্মদ শামি দুটি উইকেট তুলে নিলেও ক্রিজে জমাটি ব্যাটিং অধিনায়ক কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেলের। হাফসেঞ্চুরি দুই ব্যাটসম্যানের। ২৪ ওভারেই ১৫০ রানের গণ্ডি পেরিয়ে গেল নিউজিল্যান্ডও।
ওয়াংখেড়ের উইকেট নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। অভিযোগ উঠেছিল, বিসিসিআইয়ের কিউরেটর ভারতের সুবিধা মতো উইকেট তৈরি করেছে। কিন্তু দ্বিতীয় ইনিংসেও বলে কোনও টার্ন নেই। সোজা ব্যাটে আসছে বল। বরং উইকেট অনেকটাই স্লো হয়ে গিয়েছে। মহম্মদ শামি ছাড়া নজর কাড়তে পারেননি জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা।