শুক্রবার বিশ্বকাপে (ICC ODI WC 2023) আরও একটি হাইভোল্টেজ ম্যাচ। বাংলাদেশের (Bangladesh vs New Zealand) বিরুদ্ধে নামবে শক্তিশালী নিউজিল্যান্ড। চোটের জন্য প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। শুক্রবার প্রথম মাঠে নামছেন তিনি।
বাংলাদেশ ম্যাচে নামার আগে উইলিয়ামসন জানান, "দীর্ঘদিন পর চোট সারিয়ে মাঠে নামা একটা বড় সফর। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ায় খুশি। শুক্রবার বিশ্বকাপে নামার দিকে তাকিয়ে আছি। এটা বড় চ্যালেঞ্জ আমাদের কাছে।"
আরও পড়ুন: ডি-ককের সেঞ্চুরি, তিন উইকেট রাবাদার, দ্বিতীয় ম্যাচে ১৩৪ রানে হার অস্ট্রেলিয়ার
আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলার সময় চোট পান উইলিয়ামসন। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি তিনি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতে নেমেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম মাঠে নামবেন কিউয়ি অধিনায়ক।