কপিল-ধোনিকে ছাপিয়ে রোহিত শর্মার দলই কী ভারতের সেরা বিশ্বকাপের দল ? বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম সেমিফাইনাল খেলতে নামার আগে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। দেশি-বিদেশি অনেক প্রাক্তনই বলছেন, গত চার দশকের ভারতের বিশ্বকাপের ইতিহাসে এত ধারাবাহিক আর কোনও ভারতীয় দলকে দেখা যায়নি।
তাঁদের মতে, এই দল আগে ব্যাট করলেও জেতে, এই দল পরে ব্যাট করলেও জেতে। এই বিশ্বকাপে যাঁদের এবার ভারতের শক্ত গাঁট হিসাবে মনে করা হয়েছিল, তাঁদের সবচেয়ে বেশি হেলায় হারিয়েছেন রোহিত শর্মারা। বিশেষ করে, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো দল দাঁড়াতেই পারেনি ভারতের সামনে।
আরও পড়ুন : বুধবার হারলেই সব শেষ, আত্মতুষ্টিতে ভুগতে নারাজ রোহিতদের হেডস্যার দ্রাবিড়
তার থেকেও বড় কথা, বিশ্বকাপের মধ্যেই একদিনের ক্রিকেটের সেরা দুই অস্ত্র এখন রোহিতের হাতে। ব্যাটিংয়ে শুভমন আর বোলিংয়ে সিরাজ। আইসিসি-র ক্রমতালিকায় দুই ফাস্ট বয় রোহিতের দলে। তাই প্রাক্তনদের মতে, বুধবার কী হবে, তা বলা এখন সম্ভব নয়। কিন্তু এটা স্পষ্ট কপিল-ধোনিকে ছাপিয়ে রোহিতের দলই এখনও পর্যন্ত বিশ্বকাপে ভারতের সেরা একাদশ।