সুস্থ হলেও মনে হয় না, সেমিফাইনালে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবেন হার্দিক পান্ডিয়া। এমনটাই দাবি ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তার। জাতীয় এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির নেটে হালকা নকিং শুরু করেছেন ভারতের সহ-অধিনায়ক। প্রাথমিক ভাবে খবরে প্রকাশ, বিশ্বকাপের সেমিফাইনালে ফের মাঠে নামবেন হার্দিক। সেই খবরকে অবশ্য উড়িয়ে দেওয়া হয়েছে।
বোর্ডের ওই কর্তা জানিয়েছেন, হার্দিককে নিয়ে কোনও তাড়াহুড়ো চায়না বিসিসিআই। ক্রিকেটারকে পুরোপুরি সুস্থ করেই মাঠে নামানো হবে। তবে, এটা ঠিক হার্দিক আগের থেকে অনেকটাই সুস্থ। হয়তো সেমিফাইনালের আগে আরও সুস্থ হয়ে উঠবেন। কিন্তু মাঠে নামবেন, এমনটা গ্যারান্টি দিতে পারেননি ওই বোর্ড কর্তা।
বিশ্বকাপের ম্যাচে পুণায় বাংলাদেশের বিরুদ্ধে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন ভারতের সহ-অধিনায়ক। তাঁর লিগামেন্ট ছিঁড়েছে বলেই বোর্ডের দাবি। গ্রুপের শেষ ম্যাচে বেঙ্গালুরুতে ভারতীয় ড্রেসিংরুমে দেখা যেতে পারে হার্দিককে।