বিশ্বকাপে এবার মিশন বাংলাদেশ। তাই আমেদাবাদ অতীত করে মহারাষ্ট্রের জনপদ পুণেতে হাজির টিম ইন্ডিয়া। পঞ্চমীর দুপুরে এই ম্যাচ খেলতে নামবেন রোহিত শর্মারা। তার আগে খোশ মেজাজেই পাওয়া গেল ভারতীয় দলকে।
পাকিস্তানকে হারিয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে ভারত। নিউজিল্যান্ডের পর ভারতই একমাত্র দল যারা জয়ের হ্যাটট্রিক করেছে। রান রেটের ফারাকে এখন পয়েন্ট টেবলের শীর্ষে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন : পাক ম্যাচে আম্পায়রকে বাইশেপ দেখিয়ে কী বললেন রোহিত ?
উল্টোদিকে তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলে এখনও অনেকটা পিছিয়ে বাংলাদেশ। নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের কাছে পরপর দুটি ম্যাচ হেরেই ভারতের বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ।