বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে টিম ইন্ডিয়া। আর এই ম্যাচে এমন নজির তৈরি করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, যা অন্য কোনও ভারতীয় ক্রিকেটারের নেই। এক ক্যালেন্ডার বর্ষে ৫০টির বেশি ওভার বাউন্ডারির রেকর্ড গড়লেন রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে এই তালিকায় এখন একমাত্র ক্রিস গেইল ও এ বি ডিভিলিয়ার্স।
২৭৪ রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ম্যাট হেনরির ওভারে এই রেকর্ড গড়েন রোহিত। ২০১৫ সালে এক ক্যালেন্ডার বর্ষে ৫৮টি ছয় মারেন ডিভিলিয়ার্স। ২০১৯ সালে ৫৬টি ছয় মেরে দ্বিতীয় স্থানে গেইল। বিশ্বকাপে ৫৩টি ওভার বাউন্ডারি এসে গিয়েছে রোহিতের ব্যাটে। আর ৬টি ওভার বাউন্ডারি এলেই শীর্ষে থাকবেন হিটম্যান।
এবার বিশ্বকাপে একাধিক রেকর্ড ভাঙছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। বিশ্বকাপে সবথেকে বেশি রানের নজিরেও অনেকটাই উপরে উঠে গিয়েছেন দুই ক্রিকেটার। তবে এই ছয়ের রেকর্ড আর কোনও ভারতীয়ের নেই।