২০১৯ বিশ্বকাপ সেমিফাইনাল। এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এদিন ছিল সেই বদলার ম্যাচ। চার বছর পর ওয়াংখেড়েতে বদলার প্রাথমিক ধাপ পূর্ণ।
সেমিফাইনালেই নিউজিল্যান্ডকে ৩৯৮ রানের লক্ষ্যমাত্রা তুলে দিল টিম ইন্ডিয়া। এবার দায়িত্ব টিমের বোলারদের। বোলাররা এই রান ডিফেন্ড করলেই রবিবার ফাইনালে টিম ইন্ডিয়া।
মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব। চার বোলারের উপরই নির্ভর করে আছে টিম ইন্ডিয়া। সঙ্গে আছেন রবীন্দ্র জাদেজা। এদিন কিউয়ি বোলার ট্রেন্ট বোল্ট ১০ ওভারে ৮৬ রান খেয়েছেন। ১০ ওভারে ১০০ রান খেয়েছেন টিম সাউদি। তাই ভারতীয় বোলাররা কতটা রান ডিফেন্ড করতে পারবেন, তার উপরই নির্ভর করবে সাফল্য।