টানা ৪ ম্যাচে হেরে বিপর্যস্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। রবিবার সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলতে নামবে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। টানা ৫ ম্যাচে জিতে সেমিফাইনাল প্রায় নিশ্চিত। একেনা স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারিয়ে নতুন ইতিহাস লিখতে চান বিরাট-জাদেজারা।
লখনউর উইকেট স্লো। স্পিনারদের জন্য যা আদর্শ। জানা গিয়েছে, ইংল্যান্ড ম্যাচের আগে পিচের ঘাস ছেটে দেওয়া হয়েছে। তবে দলে এখনও দুঃসংবাদ, হার্দিক এখনও সুস্থ হয়ে ওঠেননি। ইংল্যান্ড ম্যাচেও তাঁকে পাওয়া যাবে না। রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশে দেখা যেতে পারে।
রবিবার দুপুর ২টো থেকে শুরু হবে ভারত ও ইংল্যান্ড ম্যাচ। এই ম্যাচে জিতলে বিশ্বকাপে ২০ বছর পরে ইংল্যান্ডকে হারাবে ভারত। স্টার স্পোর্টস চ্যানেলে ক্রিকেট বিশ্বকাপ দেখা যাবে। এছাড়া মোবাইলে হটস্টারে বিনামূল্যেই দেখা যাবে খেলা।