হাই ভোল্টেজ ম্যাচে তিনটি ক্যাচ পড়লেও, ধর্মশালায় কিউইদের ২৭৩ রানে অলআউট করে দিল ভারত। এরমধ্যে রাচিন এবং মিচেলের তৃতীয় উইকেটে ১৫৯ রানের পার্টনারশিপ না হলে আরও কম রানে আটকে যেতে পারত নিউজিল্যান্ড। ভারতের বিরুদ্ধে শতরান ড্যারেন মিচেলের। ১৩০ রান করে আউট হন মিচেল। চার ম্যাচ পর বিশ্বকাপ খেলতে নেমে ধর্মশালায় শামির পাঁচ উইকেট।
এদিন টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ১০ ওভারের মধ্যে প্রতিপক্ষের দুই ওপেনারকে ফিরিয়ে দেন সিরাজ ও শামি।
এরমধ্যে একটি দুরন্ত ক্যাচ নেন শ্রেয়স আইয়ার। কিন্তু মিচেলকে নিয়ে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করেন রাচিন রবীন্দ্র। দু জনের মিলে তৃতীয় উইকেটে ১৫৯ রানের রেকর্ড পার্টনারশিপও করে ফেলেন। ৭৫ রান করে আউট হন রাচিন।
তার মধ্যেই শুরু হয় ভারতের ক্যাচ ফেলার প্রদর্শন। ক্যাচ ফেলেন রবীন্দ্র জাডেজাও। দ্বিতীয় স্পেলে বল করতে এসে সাফল্য পান শামি-সিরাজরা। ৫৪ রান দিয়ে পাঁচ উইকেট নেন শামি। ৭৩ রানে দুই উইকেট কুলদীপের। এরমধ্যে তিনি আউট করেন রাচিনকে।