ইডেনে পিচে ৩০০ পার টিম ইন্ডিয়ার (Team India)। জন্মদিনে ৪৯তম সেঞ্চুরি করলেন বিরাট কোহলি (Virat Kohli's Century)। আর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এদিন দেশের জার্সি পরে ঘরের মাঠে করলেন ৭৭ রান। ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৬ রান তুলে নিল টিম ইন্ডিয়া। শেষদিকে বিরাটকে সঙ্গ দিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ১৫ বলে করলেন ২৯ রান।
এদিন টসে জিতে ইডেনে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। শুরুতেই ঝোড়ো ব্যাটিং শুরু করেন রোহিত শর্মা। কিন্তু ৪০ রানে আউট হয়ে ফেরেন তিনি।অন্য় ওপেনার শুভমান গিলও মাত্র ২৩ রানে ফেরেন। তিন নম্বরে নামেন বিরাট। বিরাট ও শ্রেয়স ১৫৮ বলে ১৩৪ রানের পার্টনারশিপ গড়েন। কে এল রাহুল, সূর্যকুমার যাদব, কেউই ইডেনের পিচে বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। কিন্তু বিরাটকে সঙ্গ দেন জাদেজা।
আরও পড়ুন: গ্যালারিতে মহারাজ, স্বপ্নকে বাস্তব হতে দেখল ইডেন, বিশ্বকাপে শতরান করে সচিন গ্রহে বিরাট
মার্কো জেনসন ও তাবরাইজ শামসিকে বেছে নেন ভারতীয় ব্যাটসম্যানরা। তবে কেশভ মহারাজ ১০ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট তুলে নেন।