শনিবার থেকে শুরু হয়ে যাবে ভারতের বিশ্বকাপ অভিযান। শুক্রবারই দেশে এসে গেল গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। অসমের বার্সাপারা স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। দুপুর ২টো থেকে শুরু হবে এই ম্যাচ। দুই পক্ষের লড়াই দেখার জন্য মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা।
উপমহাদেশের মাটিতেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবার খেতাবের দাবিদার। এমনই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স দেখে মত বদলেছে ক্রিকেটপ্রেমীদের। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে, ভারত কতটা নিজেদের শক্তি দেখাতে পারে, তার দিকে নজর থাকবে ক্রিকেটবিশ্বের।
আরও পড়ুন: সোনা-রুপোয় মুড়েছে দেশকে, রাজস্থানে পলকের বাড়িতে চলছে সেলিব্রেশন, মিষ্টিমুখ
অসমের এই বার্সাপারা স্টেডিয়ামে ওয়ানডে ম্য়াচ তেমনভাবে হয়নি। তবে এই উইকেট ব্যাটিং সহায়ক বলেই পরিচিত। সিমাররা নতুন বলে সুবিধা পাবে এই পিসে। তাই স্কোরবোর্ডে বড় রান উঠতে পারে বলেই মনে করা হচ্ছে।